Ajker Patrika

হাওরে নিখোঁজের দুই দিন পর নৌযানচালকের মরদেহ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২: ৫৭
হাওরে নিখোঁজের দুই দিন পর নৌযানচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের দুই দিন পর বাল্কহেডের চালক মুসলিম মিয়ার (৫০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের বলদা ফেরিঘাটের পাঁচ কিলোমিটার দূরে হাওর থেকে মরদেহটি উদ্ধার হয়। ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

মুসলিম মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মনডাল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি বাল্কহেড ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজারে যাওয়ার পথে ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে। বাল্কহেডটি ছাড়াতে অন্য একটি নৌকার সাহায্য নেওয়া হয়। এ সময় হঠাৎ বইঠার আঘাতে বাল্কহেডের চালক মুসলিম মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন। রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ইটনা ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার সারা দিন ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার অভিযান চালায়। রাতে বিরতি দিয়ে বুধবার আবারও অভিযান শুরু করলে সকাল সাড়ে ৯টার দিকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার হয়।

ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, দুই দিনের উদ্ধার অভিযান আজ বুধবার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো। থানায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত