গাজীপুর প্রতিনিধি
পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিক পুড়ে মৃত্যুর ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এসব মামলার চারটিতে বাদী পুলিশ, বাকিগুলোর বাদী ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। মামলায় এজাহারনামীয় ১০৭ জন ছাড়াও অজ্ঞাতনামা ১২ হাজারের বেশি আসামি করা হয়েছে। তাঁদের অধিকাংশই পোশাকশ্রমিক।
আজ রোববার গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি উত্তর–মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন শুরুর পর থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও একটি কারখানায় দেওয়া আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় ১৭টি মামলা করা করেছে। এসব মামলায় এজাহারে নাম উল্লেখ আছে ১০৭ জনের।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১২ হাজারের বেশি। গতকাল রাত পর্যন্ত এসব মামলায় মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সর্বশেষ মামলাটি করা হয়েছে মহানগরীর কোনাবাড়ী তুসুকা কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায়। গতকাল রাতে থানায় মামলাটি করেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) আবু সাঈদ। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের বিরতির পর বহিরাগত শতাধিক দুষ্কৃতকারী তুসুকা কারখানার ভেতরে কাজ চলাকালে প্রবেশ করে। পরে দুষ্কৃতকারীরা কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে সব কটি ফ্লোরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কারখানার কর্মকর্তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। কারখানার বিভিন্ন মালামাল ভাঙচুর করায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কারখানা থেকে নগদ প্রায় আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারিক হাসান বলেন, ‘কারখানার ভেতরের সিসিটিভি ফুটেজ দেখে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ২৪ জনকে শনাক্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘শনাক্ত হওয়া সবাই তুসুকার শ্রমিক। এ জন্য মামলায় শনাক্ত হওয়া সবাইকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ এজাহার দিতে দেরি করায় মামলা দেরিতে রুজু করা হয়েছে। তুসুকার সামনে পুলিশের যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৪ জনকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে ৭ নভেম্বর কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে সরকার ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করে। তবে পোশাকশ্রমিক সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি চায়। বেশ কয়েক দিন ধরে চলা এই বিক্ষোভে অন্তত তিনজন শ্রমিকের নিহত হয়েছেন। এখনো ঢাকায় শতাধিক পোশাক কারখানা বন্ধ।
পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিক পুড়ে মৃত্যুর ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এসব মামলার চারটিতে বাদী পুলিশ, বাকিগুলোর বাদী ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। মামলায় এজাহারনামীয় ১০৭ জন ছাড়াও অজ্ঞাতনামা ১২ হাজারের বেশি আসামি করা হয়েছে। তাঁদের অধিকাংশই পোশাকশ্রমিক।
আজ রোববার গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি উত্তর–মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন শুরুর পর থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও একটি কারখানায় দেওয়া আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় ১৭টি মামলা করা করেছে। এসব মামলায় এজাহারে নাম উল্লেখ আছে ১০৭ জনের।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১২ হাজারের বেশি। গতকাল রাত পর্যন্ত এসব মামলায় মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সর্বশেষ মামলাটি করা হয়েছে মহানগরীর কোনাবাড়ী তুসুকা কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায়। গতকাল রাতে থানায় মামলাটি করেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) আবু সাঈদ। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের বিরতির পর বহিরাগত শতাধিক দুষ্কৃতকারী তুসুকা কারখানার ভেতরে কাজ চলাকালে প্রবেশ করে। পরে দুষ্কৃতকারীরা কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে সব কটি ফ্লোরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কারখানার কর্মকর্তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। কারখানার বিভিন্ন মালামাল ভাঙচুর করায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কারখানা থেকে নগদ প্রায় আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারিক হাসান বলেন, ‘কারখানার ভেতরের সিসিটিভি ফুটেজ দেখে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ২৪ জনকে শনাক্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘শনাক্ত হওয়া সবাই তুসুকার শ্রমিক। এ জন্য মামলায় শনাক্ত হওয়া সবাইকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ এজাহার দিতে দেরি করায় মামলা দেরিতে রুজু করা হয়েছে। তুসুকার সামনে পুলিশের যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৪ জনকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে ৭ নভেম্বর কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে সরকার ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করে। তবে পোশাকশ্রমিক সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি চায়। বেশ কয়েক দিন ধরে চলা এই বিক্ষোভে অন্তত তিনজন শ্রমিকের নিহত হয়েছেন। এখনো ঢাকায় শতাধিক পোশাক কারখানা বন্ধ।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৩ ঘণ্টা আগে