টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
২১ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে