Ajker Patrika

শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ৪৩
শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে 

গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। তাঁর নাম মায়া গোমেজ (৬০)। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপড়া গ্রামের মৃত অন্তনী কস্তার স্ত্রী। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে কালীগঞ্জ থানার পুলিশ। 

এসআই আমিনুল জানান, মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে গাজীপুর থেকে মরদেহ থানায় আনা হলে খবর পেয়ে রাতে নিহতের ছেলে লাকী কস্তা থানায় গিয়ে উদ্ধার হওয়া লাশটি মায়া গোমেজের বলে শনাক্ত করেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে গত সোমবার সকাল ১০টার দিকে মায়া গোমেজ বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। 

এসআই জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওই এসআই।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত