হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের হুলে সামিরা আক্তর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সামিরার মৃত্যু হয়।
সামিরা আক্তার উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। গুরুতর আহতরা হলো—সামিরার ভাই সাজিদুল ইসলাম (৮), চাচাতো ভাই সজল হোসেন (১৩) ও চাচাতো বোন রোজা মনি (২)।
স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে সামিরাসহ সাজিদুল, সজল ও রোজা ভ্যানে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের চাকে পড়ে। ভিমরুল হুল ফোটালে তারা আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করে।
সামিরার চাচা ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুলসহ আমার ছেলে সজল ও মেয়ে রোজা ভিমরুলের হুলে আহত হয়। আজ সকালে সামিরাকে গ্রামে দাফন করা হয়েছে।
বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের হুলে মারা গেছে। মেম্বারের ছেলে ও মেয়ে, ভাতিজাও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের হুলে সামিরা আক্তর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সামিরার মৃত্যু হয়।
সামিরা আক্তার উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। গুরুতর আহতরা হলো—সামিরার ভাই সাজিদুল ইসলাম (৮), চাচাতো ভাই সজল হোসেন (১৩) ও চাচাতো বোন রোজা মনি (২)।
স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে সামিরাসহ সাজিদুল, সজল ও রোজা ভ্যানে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের চাকে পড়ে। ভিমরুল হুল ফোটালে তারা আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করে।
সামিরার চাচা ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুলসহ আমার ছেলে সজল ও মেয়ে রোজা ভিমরুলের হুলে আহত হয়। আজ সকালে সামিরাকে গ্রামে দাফন করা হয়েছে।
বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের হুলে মারা গেছে। মেম্বারের ছেলে ও মেয়ে, ভাতিজাও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
২ মিনিট আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
২১ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২৭ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে