Ajker Patrika

কর্মসূচি স্থগিত: খুলনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু, যাচ্ছে ১৬ জেলায়

ফরিদপুর প্রতিনিধি
পাম্প থেকে তেল বিতরণ শুরু। ছবি: সংগৃহীত
পাম্প থেকে তেল বিতরণ শুরু। ছবি: সংগৃহীত

খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।

খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’

জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।

খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।

পাম্প থেকে তেল বিতরণ শুরু। ছবি: সংগৃহীত
পাম্প থেকে তেল বিতরণ শুরু। ছবি: সংগৃহীত

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত