Ajker Patrika

রাতে হাসপাতালে গেলে অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
রাতে হাসপাতালে গেলে অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বেড়েছে সাপের উপদ্রব। প্রায় সাপের ছোবলে আহত রোগীকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে স্থানীয়দের অভিযোগ রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে গেলে অ্যান্টিভেনম নেই বলে জানায়। এতে দূর-দুরন্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোনো রোগী আসে না। 

উপজেলার মৌরাট ইউনিয়নের তালতলা গ্রামে একে আজাদের মুরগির ফার্মে কাজ করতেন হামিদুর রহমান (৩০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কবুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে মুরগির ফার্মের পাশে একটি ঘরে শুয়ে ছিলেন তিনি। রাত দেড়টার দিকে পায়ে কিছু একটা কামড় দেয়। তাৎক্ষণিক লাইট জ্বালিয়ে দেখেন একটি সাপ চলে যাচ্ছে। তখন মুরগির ফার্মের মালিকে ফোন দেন। ফোন পেয়ে ফার্মের মালিক দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

মুরগির ফার্মের মালিক এ কে আজাদ বলেন, ‘ভোর ৪টার দিকে হামিদুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। জরুরি বিভাগে কাউকে না পেয়ে নার্সদের রুমে গেলে দরজা বন্ধ দেখি। এ সময় দরজায় ধাক্কা দিলে এক নার্স ভেতর থেকেই বলেন কি হয়েছে? সাপে কাটা রোগী নিয়ে এসেছি বললেই বলেন, আমাদের এখানে অ্যান্টিভেনম নেই। অন্য কোথাও যান।’ 

এ কে আজাদ আরও বলেন, ‘হামিদুরকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার মারা যায় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যান্টিভেনম দিলে তাকে বাঁচানো যেত। কয়েক দিন আগেও এক স্কুলছাত্রী মারা গেছে সাপের ছোবলে। তাঁরাও আমার মতো স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল অ্যান্টিভেনম নেই। আধুনিক যুগেও চিকিৎসার অভাবে সাপের ছোবলে রোগী মারা যাওয়ার দায় কার?’ 

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথী বলেন, ‘গত মঙ্গলবার রাতে সাপের ছোবলে আহত কোনো রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এ রকম কথা আপনাদের মাধ্যমে জেনেছি। এ রকম কিছু হলে আমার ডাক্তাররা বলত। তা ছাড়া সাপের ছোবলে আক্রান্ত কোনো রোগী আসলে চিকিৎসা না দেওয়ার সুযোগ নেই। কারণ আমাদের অ্যান্টিভেনম আছে। কোনো রোগী আসলে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় লেখা থাকত।’ 

শারমিন আহমেদ তিথী আরও বলেন, ‘কিছুদিন আগে হাসপাতালে এসে অ্যান্টিভেনম না পেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে; এ রকম একটি অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে।’ 

এ বিষয়ে সিভিল সার্জন ইব্রাহিম টিটোনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত