দুদকের মামলায় ফরিদপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৮: ৪২
Thumbnail image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। 

আজ বুধবার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ১৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বোয়ালমারী উপজেলাধীন রূপাপাত ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মোল্যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করে। ওই মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তাঁর দ্বারা ইউপির ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।  

আরও বলা হয়েছে, ওই চেয়ারম্যানের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউপিসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউপি) আইন ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাঁকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।  

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মোল্যা বলেন, ‘আমি বরখাস্তের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। আমার বিরুদ্ধে দুদকের একটি মামলা চলমান রয়েছে। কিন্তু ওই মামলার রায় হয়নি। রায় দেওয়ার আগেই আমাকে বরখাস্ত করা হলে, আমি আইনি ব্যবস্থা নেব।’  

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ‘আজ বুধবার সাময়িক বরখাস্তের চিঠি হাতে পেয়েছি। তাকে এ ব্যাপারে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।’  

দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সে মামলার ২০২৩ সালে আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর তাকে স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত