জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকার সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবসে মঞ্চস্থ হয়েছে তাঁর রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’। আজ শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।
এর আগে সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম। এ সময় নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ফাহমিদা নবী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীনের গান পরিবেশন করা হয়।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে অমর একুশের পাদদেশ থেকে স্মরণ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এ ছাড়া সকাল থেকেই সেলিম আল দীনের সমাধিস্থলে ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা জড়ো হতে থাকেন। পরে একে একে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, ভোর হলো, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।
পরে বেলা ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমানের উপস্থাপনায় সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকার সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবসে মঞ্চস্থ হয়েছে তাঁর রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’। আজ শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।
এর আগে সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম। এ সময় নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ফাহমিদা নবী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীনের গান পরিবেশন করা হয়।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে অমর একুশের পাদদেশ থেকে স্মরণ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এ ছাড়া সকাল থেকেই সেলিম আল দীনের সমাধিস্থলে ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা জড়ো হতে থাকেন। পরে একে একে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, ভোর হলো, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।
পরে বেলা ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমানের উপস্থাপনায় সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে