আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের আশা মনি ও উম্মে সুলতানা উষা নামে দুই বোন ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাঁরা জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী আশা মনির স্বামী মওদুদ আহমেদও ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিপিএসিটিসিতে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত।
অন্যদিকে উম্মে সুলতানা উষা একই স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সাভার মডেল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
এই প্রতিনিধির কাছে দুই বোন জানিয়েছেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান।
মানিকগঞ্জের আশা মনি ও উম্মে সুলতানা উষা নামে দুই বোন ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাঁরা জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী আশা মনির স্বামী মওদুদ আহমেদও ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিপিএসিটিসিতে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত।
অন্যদিকে উম্মে সুলতানা উষা একই স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সাভার মডেল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
এই প্রতিনিধির কাছে দুই বোন জানিয়েছেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগেকক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গতকাল বুধবার দুপুরে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে
১ ঘণ্টা আগে