Ajker Patrika

খেলার সময় সাপের ছোবল, মারা গেল শিশু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০: ০১
খেলার সময় সাপের ছোবল, মারা গেল শিশু

মানিকগঞ্জের হরিরামপুরে সাপের ছোবলে অয়ন শীল (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই গ্রামের চন্ডী শীলের ছেলে। অয়ন উজান বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টায় দিকে অয়ন খেলছিল। এ সময় সাপ তাকে ছোবল দেয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ওঝার কাছে নিয়ে যায়। পরে বাড়িতে চলে আসে। কিছু সময় পর সে আবার অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাপের এন্টিভেনম না থাকায় কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে না নিয়ে আবারও ওঝার কাছে নেওয়া হয়। পরে আরও অসুস্থ হলে শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম সাপের ছোবলে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত