নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে ‘হেলমেট বাহিনীর’ হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ১২টার দিকে ফরিদপুরের অম্বিকা ময়দানে শুরু হওয়া বিএনপির ফরিদপুর বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
ঘটনার সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুরসহ স্থানীয় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বেলা ১১টার দিকে গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতাদের বক্তব্য শুরুর পর হঠাৎ শতাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত লোকজন বিএনপির কর্মসূচির কাছে মহড়া দেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। একপর্যায়ে বিএনপি নেতাদের ওপর ইটপাটকেল ছুড়েন।
তখন বিএনপি নেতা-কর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুর পর বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বিএনপির নির্ধারিত বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি পণ্ড হয়।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অবস্থান স্থল থেকে চলে যেতে বাধ্য হন।
পুলিশের ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিরও কয়েকটি গ্রুপ রয়েছে। আবার বিরোধী রাজনৈতিক দলগুলোও মাঠে ছিল। কোথা থেকে এবং কীভাবে বিবাদের শুরু হলো সেটা এখনো জানি না। তবে দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে ‘হেলমেট বাহিনীর’ হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ১২টার দিকে ফরিদপুরের অম্বিকা ময়দানে শুরু হওয়া বিএনপির ফরিদপুর বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
ঘটনার সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুরসহ স্থানীয় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বেলা ১১টার দিকে গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতাদের বক্তব্য শুরুর পর হঠাৎ শতাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত লোকজন বিএনপির কর্মসূচির কাছে মহড়া দেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। একপর্যায়ে বিএনপি নেতাদের ওপর ইটপাটকেল ছুড়েন।
তখন বিএনপি নেতা-কর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুর পর বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বিএনপির নির্ধারিত বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি পণ্ড হয়।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অবস্থান স্থল থেকে চলে যেতে বাধ্য হন।
পুলিশের ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিরও কয়েকটি গ্রুপ রয়েছে। আবার বিরোধী রাজনৈতিক দলগুলোও মাঠে ছিল। কোথা থেকে এবং কীভাবে বিবাদের শুরু হলো সেটা এখনো জানি না। তবে দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে