কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সারোয়ার হোসেন কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মামলার বাকি আসামিরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবীর খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইজুদ্দিন ও পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পৌর আওয়ামী লীগের চন্দ্রা কার্যালয়ের সহকারী আব্দুল মান্নান শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা কালামপুর এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন। পরে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ সময় ১৪-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, ককটেল বিস্ফোরণের অভিযোগে গতকাল রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সারোয়ার হোসেন কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মামলার বাকি আসামিরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবীর খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইজুদ্দিন ও পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পৌর আওয়ামী লীগের চন্দ্রা কার্যালয়ের সহকারী আব্দুল মান্নান শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা কালামপুর এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন। পরে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ সময় ১৪-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, ককটেল বিস্ফোরণের অভিযোগে গতকাল রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
৭ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
২৩ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
২৬ মিনিট আগে