Ajker Patrika

বিয়েবাড়িতে খাবার কম, সংঘর্ষে আহত ১০

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৫: ৫৩
বিয়েবাড়িতে খাবার কম, সংঘর্ষে আহত ১০

নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত