নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা সভাপতি খাদিজা আক্তার ঊর্মি, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার ও ছাত্রলীগ নেতা মো. সোহেল হোসেন।
বিকেলে তিনজনকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মাহমুদ হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, তিনজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। সাধারণ ছাত্রদের হত্যার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ২১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। ককটেল বিস্ফোরণ করে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি করে তারা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা সভাপতি খাদিজা আক্তার ঊর্মি, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার ও ছাত্রলীগ নেতা মো. সোহেল হোসেন।
বিকেলে তিনজনকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মাহমুদ হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, তিনজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। সাধারণ ছাত্রদের হত্যার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ২১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। ককটেল বিস্ফোরণ করে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি করে তারা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
নেট দুনিয়ায় তাঁদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছে।
৩ মিনিট আগেসাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত ৫ আগস্ট রাজশাহী নগরের শাহমখদুম কলেজের কাছে তিনি গুলিবিদ্ধ হন। পরে ওই এলাকার একটি বাসায় তিনি মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পরই আওয়ামী সরকারের পতন ঘটে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাঁদের...
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রসারিত ছয় লেন জাতীয় মহাসড়কের ভূমি অধিগ্রহণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জমির শ্রেণি পরিবর্তন, স্থাপনার জন্য ক্ষতিপূরণসহ নানা কাজে ঘুষ-বাণিজ্যের মহোৎসব চলছে। এতে ব্যক্তি লাভবান হলেও সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। অভিযোগ রয়েছে, গাইবান্ধা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শ
৯ ঘণ্টা আগে