ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর মমতাজ (৫০) নামের এক গৃহকর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
গত ১৭ অক্টোবর মমতাজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী।
এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, পারিবারিক কলহের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, ‘আমার মায়ের মাথায় সমস্যা ছিল।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।’
মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর মমতাজ (৫০) নামের এক গৃহকর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
গত ১৭ অক্টোবর মমতাজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী।
এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, পারিবারিক কলহের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, ‘আমার মায়ের মাথায় সমস্যা ছিল।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৩৩ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে