নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুর সদর এলাকা থেকে চুরি যাওয়া এক শিশুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জাকিয়া আক্তার জান্নাত (২৩) ও রাকিবা আক্তার আঁখি (২১)।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার বলেন, গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার চা দোকানী রহিম উদ্দীনের (৫৭) গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানান, স্ত্রী তাদের সাড়ে সাত মাস বয়সী ছেলে সন্তান রোহানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী তাঁর সন্তানকে নিয়ে যান। ভাইয়ের স্ত্রী মাঝে মাঝে তাঁর ছেলে সন্তানকে নিয়ে রাখতেন এবং ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার অনেকক্ষণ পরেও ফিরিয়ে না দেওয়ায় তাঁর কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে আনার কথা অস্বীকার করেন। এরপর অনেক অনুরোধেও ভাইয়ের স্ত্রী কিছুতেই স্বীকার করেননি।
রহিমের কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস। জান্নাত তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলে। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই মনির হোসেন সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার পুলিশ দল তদন্তে নামে। জানা যায় কলারের ভাইয়ের স্ত্রীর দুজন পরিচিত মহিলা শিশুটিকে আদর করার কথা বলে কোলে নিয়ে এক ফাঁকে পালিয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুই মহিলার অবস্থান শনাক্ত করা হয় বগুড়ায়। পরবর্তীতে বগুড়া সদর থানা-পুলিশের সহায়তায় গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ শিশু চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছ। গাজীপুর সদর থানার এসআই বায়েজীদ নেওয়াজ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন বলে জানান আনোয়ার।
গাজীপুর সদর এলাকা থেকে চুরি যাওয়া এক শিশুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জাকিয়া আক্তার জান্নাত (২৩) ও রাকিবা আক্তার আঁখি (২১)।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার বলেন, গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার চা দোকানী রহিম উদ্দীনের (৫৭) গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানান, স্ত্রী তাদের সাড়ে সাত মাস বয়সী ছেলে সন্তান রোহানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী তাঁর সন্তানকে নিয়ে যান। ভাইয়ের স্ত্রী মাঝে মাঝে তাঁর ছেলে সন্তানকে নিয়ে রাখতেন এবং ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার অনেকক্ষণ পরেও ফিরিয়ে না দেওয়ায় তাঁর কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে আনার কথা অস্বীকার করেন। এরপর অনেক অনুরোধেও ভাইয়ের স্ত্রী কিছুতেই স্বীকার করেননি।
রহিমের কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস। জান্নাত তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলে। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই মনির হোসেন সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার পুলিশ দল তদন্তে নামে। জানা যায় কলারের ভাইয়ের স্ত্রীর দুজন পরিচিত মহিলা শিশুটিকে আদর করার কথা বলে কোলে নিয়ে এক ফাঁকে পালিয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুই মহিলার অবস্থান শনাক্ত করা হয় বগুড়ায়। পরবর্তীতে বগুড়া সদর থানা-পুলিশের সহায়তায় গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ শিশু চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছ। গাজীপুর সদর থানার এসআই বায়েজীদ নেওয়াজ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন বলে জানান আনোয়ার।
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১ ঘণ্টা আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১ ঘণ্টা আগে