Ajker Patrika

রাজধানীতে রিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৩: ৪৮
রাজধানীতে রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানী ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ সাত দফা দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন প্যাডেল-চালিত রিকশাচালকেরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সকালে তারা মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি সড়ক অবরোধ করেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে কয়েক শ রিকশা নিয়ে চালকেরা সড়কে অবস্থান করেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট নামে একটি সংগঠনের ব্যানারে তারা সংগঠিত হন। চালকেরা সাত দফা দাবি জানান।  

ঐক্যজোটের অন্যান্য দাবি হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরোনো লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এবং বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্স পাওয়া রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

এ ছাড়া রিকশা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে (নৌকা, পালকি, ঘোড়াগাড়ি) এর মতো রিকশাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে; দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে; উত্তর সিটি করপোরেশনে গুলশান, বারিধারা ও বসুন্ধরাসহ যেসব এলাকায় বিশেষ পোশাকে রিকশা বাহিনী গড়ে তুলেছে, তা বন্ধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত