Ajker Patrika

টঙ্গীতে নাশকতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২: ৩৩
টঙ্গীতে নাশকতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) এক ওয়ার্ড কাউন্সিলকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে গাসিক ওয়ার্ড কাউন্সিলরকে গোয়েন্দা পুলিশের গাজীপুর মহানগর দক্ষিণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. নাজির হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে টঙ্গী পূর্ব থানার দায়ের করা নাশকতার এক মামলায় গাসিক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আবুল হাসেমকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ গাসিক ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেমকে গ্রেপ্তার করলেও থানায় হস্তান্তর করেনি। কোটা আন্দোলনের সময় টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে করা নাশকতার একটি মামলায় তিনি আসামি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত