কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচ দিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।
মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। অবশেষে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্টাটাস দেন মেহেদী। স্টাটাসে তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের পথচলা সুন্দর হবে ইনশাআল্লাহ। নির্বাচন অথবা কাউন্সিলর এটাতো উসিলা মাত্র, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’
এই ফেসবুক স্ট্যাটাস এর সূত্র ধরে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।
কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সন্তানের নিরাপত্তার জন্য নিজেই আত্মগোপন করেছিলেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিখোঁজের পাঁচ দিন পর মেহেদী হাসানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। আপাতত থানা হেফাজতে আছেন। কোনো অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কাউন্সিলর প্রার্থী ছিলেন মেহেদী হাসান। গতকাল রোববার এ পৌর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচ দিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।
মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। অবশেষে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্টাটাস দেন মেহেদী। স্টাটাসে তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের পথচলা সুন্দর হবে ইনশাআল্লাহ। নির্বাচন অথবা কাউন্সিলর এটাতো উসিলা মাত্র, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’
এই ফেসবুক স্ট্যাটাস এর সূত্র ধরে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।
কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সন্তানের নিরাপত্তার জন্য নিজেই আত্মগোপন করেছিলেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিখোঁজের পাঁচ দিন পর মেহেদী হাসানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। আপাতত থানা হেফাজতে আছেন। কোনো অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কাউন্সিলর প্রার্থী ছিলেন মেহেদী হাসান। গতকাল রোববার এ পৌর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
৪ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১৫ মিনিট আগে