Ajker Patrika

স্কচটেপে মোড়ানো বস্তুর বিস্ফোরণ, হাতের কবজি উড়ে গেল শিশুর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১: ৩০
স্কচটেপে মোড়ানো বস্তুর বিস্ফোরণ, হাতের কবজি উড়ে গেল শিশুর

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কচটেপে প্যাঁচানো বস্তু কুড়িয়ে পায় ৮ বছর বয়সী আব্দুল্লাহ। বল ভেবে খেলতে শুরু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর এ সময় তার এক হাতের কবজি উড়ে যায়। সেই সঙ্গে মুখে গুরুতর আঘাত পায় তার খেলার সঙ্গী মারিয়া (৮)। তাৎক্ষণিক আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাঘড়া তালুকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার দিনমজুর বাবু শেখের ছেলে এবং মারিয়া রিকশাচালক রুবেল শেখের মেয়ে। আহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিদিনের মতো আব্দুল্লাহ ও মারিয়া বাড়ির নিচে পরিত্যক্ত নিচু জমিতে খেলতে যায়। এ সময় আব্দুল্লাহ কুড়িয়ে পাওয়া স্কচটেপ প্যাঁচানো বস্তু নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে বস্তুটির বিস্ফোরণ ঘটলে আব্দুল্লাহর ডান হাতের কবজি উড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা ঘটনাস্থলে মাংসপিণ্ড ও হাতের আঙুল পরে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। মিটফোর্ড হাসপাতাল থেকে আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিশু আব্দুল্লাহর চাচি হেনা বেগম (৪০) জানান, প্রচণ্ড শব্দের পর ঘটনাস্থল ধোঁয়ায় কালো হয়ে যায়। বিস্ফোরণে সেখানে গাছের ছাল-বাকল উঠে গেছে। হাতের বিভিন্ন অংশ, স্কচটেপ ও লোহার ছোট ছোট স্ক্রু সেখানে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।

ওই এলাকার দোকানি জিন্নাত ব্যাপারী বলেন, ‘হঠাৎ শব্দে মাটি কেঁপে ওঠে। তারপর কান্নাকাটির আওয়াজ শুনে এই বাড়িতে এসে দেখি আব্দুল্লাহর অবস্থা ভালো না।’

আব্দুল্লাহর ফুপু সখী বেগম (৩০) বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। গ্রামের লোকজন চাঁদা তুলে ওদের হাসপাতালে নিয়ে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেউ হয়তো বোম বা ককটেল বানানোর পর তা ফেলে দিয়েছে। শিশুরা তা বুঝতে না পেরে হাতে নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটেছে। মেয়ে শিশুটির মুখে বিধে থাকা লোহার টুকরা থেকে বোঝা যায় এটি ককটেল।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত