রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ জন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা ও রাজবাড়ী সদরে দুর্ঘটনা দুটি ঘটে।
পাংশা উপজেলায় নিহত ব্যক্তি মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম রিপন (২৫)। তিনি বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে।
এ ঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—মমতাজ (৬০), শাহেরা (৪৫), মনিরুল সরদার (৩০)।
স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নয়ন মোড়ে পৌঁছালে সামনে থাকা পাংশামুখী একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।
অপরদিকে, দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের স্থানীয় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নওয়াব আলী সরদার (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে নওয়াব আলী সরদার রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ জন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা ও রাজবাড়ী সদরে দুর্ঘটনা দুটি ঘটে।
পাংশা উপজেলায় নিহত ব্যক্তি মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম রিপন (২৫)। তিনি বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে।
এ ঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—মমতাজ (৬০), শাহেরা (৪৫), মনিরুল সরদার (৩০)।
স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নয়ন মোড়ে পৌঁছালে সামনে থাকা পাংশামুখী একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।
অপরদিকে, দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের স্থানীয় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নওয়াব আলী সরদার (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে নওয়াব আলী সরদার রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
ডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
২ ঘণ্টা আগে