Ajker Patrika

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৯: ৫৭
গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে দুজন উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা আত্মসাতের মামলায় গাজীপুর বারের সাবেক সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।’ 

গত ১৫ মে গাজীপুর বারের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে বিবাদী করা হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত