‘তৈমুরের এজেন্টদের কে বের করে দেবে?’ 

রেজা করিম, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩: ০০
Thumbnail image

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ছে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের। সকালের দিকে অভিযোগ করছিলেন, অনেক ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। দুপুরের দিকে এসে তিনি বললেন, ‘তৈমুরের এজেন্টদের কে বের করবে?’ একই সঙ্গে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস ঝরেছে তাঁর কণ্ঠে। বলেছেন, কমপক্ষে এক লাখ ভোটের ব্যবধানে তিনি জিতবেন। তবে বরাবরের মতো ইভিএম নিয়ে আপত্তি জানিয়েছেন।

দুপুরে নগরীর বার একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমুর আলম খন্দকার। এ সময় ভোটের সার্বিক পরিবেশ এবং নিজের অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। সবকিছু ভালোই হচ্ছে। তবে এখনো পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো সময় হয়নি।’

ইভিএম প্রসঙ্গে বলেন, ‘ইভিএম মেশিন নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে। এটা ধীরে কাজ করছে। আবার কোথাও কোথাও এটা ত্রুটিপূর্ণ।’ সব কেন্দ্রে কোনো বাধা ছাড়াই তার এজেন্ট প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছেন তৈমুর আলম খন্দকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত