শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৯ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩২ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৭ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে