Ajker Patrika

তুরাগ নদে নিখোঁজের এক দিন পর কিশোরের লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৪, ১৫: ৪২
তুরাগ নদে নিখোঁজের এক দিন পর কিশোরের লাশ উদ্ধার 

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের এক দিন পর অজ্ঞাত (১৪) এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়িতে নিয়ে যায়। 

তাঁর পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে। 

টঙ্গী নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ থেকে নদের পানিতে পড়ে যায় কিশোরটি। পরে স্থানীয়রা নৌ-পুলিশে খবর পাঠায়। কয়েক ঘণ্টা স্থানীয়দের সহায়তায় পানি থেকে কিশোরকে উদ্ধারের চেষ্টা করা হলেও সন্ধান পাওয়া যায়নি। আজ পানিতে লাশ ভেসে ওঠে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত