শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে ছিল এক নারীর গলাকাটা মরদেহ। তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ও মশা-মাছি ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন ঘরের তালা ভেঙে ঘরের মেঝেতে নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়। জানা যায়, ওই নারী ও তাঁর স্বামী সেখানে থাকতেন। তবে স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলার জনৈক বাবুল খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে পড়ে ছিল রক্তাক্ত ধারালো বঁটি দা।
নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। তিনি স্থানীয় জৈনা বাজার এলাকার জনৈক বাবুল খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় দুলাল কুমার ঘোষের হোটেলে কাজ করতেন। তবে অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাড়ির মালিক বাবুল খান বলেন, ‘গত ৯ মাস যাবৎ আমার একটি টিনশেড রুম ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী এখানে থাকতেন। স্ত্রী আজিদা ৯ মাস যাবৎ থাকতেন, আর তাঁর স্বামী থাকেন তিন মাস যাবৎ। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝেমধ্যে বাসায় থাকতেন। স্ত্রীর নাম-পরিচয় পাওয়া গেলেও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আমি তাঁর স্বামীকে কী কাজ করেন, কোথায় কাজ করেন জিজ্ঞেস করলে জবাবে তিনি জানাতেন মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করতেন। গত শুক্রবার থেকে ঘর তালাবদ্ধ। আজ সকাল থেকে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের তালা ভেঙে গলাকাটা মরদেহ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
হোটেল মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ‘গত ছয় মাস যাবৎ ওই নারী আমার হোটেলে কাজ করতেন। তিনি নিয়মিত আমার হোটেলে কাজকর্ম করতেন। তবে তাঁর স্বামীকে আমি কোনো দিন দেখিনি।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাতবর বলেন, ‘সকালে বাড়ির মালিক তাঁর বাড়িতে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে এমন খবর দেওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে যাই। পরে পুলিশকে খবর দেই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাড়া বাসা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার কোনো এক সময় ধারালো বঁটি দা দিয়ে অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর গলা কেটে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। তবে বাড়ির মালিক ও প্রতিবেশীরা অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় দিতে পারেননি। অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির কারণে তাঁর এক হাতের রগ কেটে যায়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত স্বামীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে ছিল এক নারীর গলাকাটা মরদেহ। তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ও মশা-মাছি ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন ঘরের তালা ভেঙে ঘরের মেঝেতে নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়। জানা যায়, ওই নারী ও তাঁর স্বামী সেখানে থাকতেন। তবে স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলার জনৈক বাবুল খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে পড়ে ছিল রক্তাক্ত ধারালো বঁটি দা।
নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। তিনি স্থানীয় জৈনা বাজার এলাকার জনৈক বাবুল খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় দুলাল কুমার ঘোষের হোটেলে কাজ করতেন। তবে অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাড়ির মালিক বাবুল খান বলেন, ‘গত ৯ মাস যাবৎ আমার একটি টিনশেড রুম ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী এখানে থাকতেন। স্ত্রী আজিদা ৯ মাস যাবৎ থাকতেন, আর তাঁর স্বামী থাকেন তিন মাস যাবৎ। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝেমধ্যে বাসায় থাকতেন। স্ত্রীর নাম-পরিচয় পাওয়া গেলেও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আমি তাঁর স্বামীকে কী কাজ করেন, কোথায় কাজ করেন জিজ্ঞেস করলে জবাবে তিনি জানাতেন মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করতেন। গত শুক্রবার থেকে ঘর তালাবদ্ধ। আজ সকাল থেকে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের তালা ভেঙে গলাকাটা মরদেহ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
হোটেল মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ‘গত ছয় মাস যাবৎ ওই নারী আমার হোটেলে কাজ করতেন। তিনি নিয়মিত আমার হোটেলে কাজকর্ম করতেন। তবে তাঁর স্বামীকে আমি কোনো দিন দেখিনি।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাতবর বলেন, ‘সকালে বাড়ির মালিক তাঁর বাড়িতে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে এমন খবর দেওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে যাই। পরে পুলিশকে খবর দেই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাড়া বাসা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার কোনো এক সময় ধারালো বঁটি দা দিয়ে অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর গলা কেটে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। তবে বাড়ির মালিক ও প্রতিবেশীরা অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় দিতে পারেননি। অভিযুক্ত স্বামীর নাম-পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির কারণে তাঁর এক হাতের রগ কেটে যায়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত স্বামীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
মিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
২২ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
৩০ মিনিট আগে