প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)
ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে