Ajker Patrika

শ্রীপুরে পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৫: ১০
শ্রীপুরে পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওই শ্রমিকের নাম মনির হোসেন (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার দড়িয়ারা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটির ভাড়া বাসায় থেকে ‘ঢাকা গার্মেন্টসে’ শ্রমিকের কাজ করতেন। 

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে ওই শ্রমিককে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকায় থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নিহতের বড় ভাই মোজাম্মেল হক বলেন, ‘দুই দিন আগে আমার ছোট ভাই আমাকে ফোন করে জানায় বাথরুমে পড়ে ব্যথা পেয়েছে। তবে আঘাতের পরিমাণ সামান্য বলে জানিয়েছে। তিন-চারজন একই সঙ্গে থাকে তারা। পরে তার সঙ্গে থাকা একজন ফোন করে আমাকে বলে, আমার ভাই অসুস্থ। এরপর বাসায় এসে দেখি সে ঘুমিয়ে রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান তাঁর মৃত্যু আরও অনেক আগে হয়েছে।’ 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেব জানান, রাতে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে রাতেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। এ জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত