টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১: ২৭
Thumbnail image
টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে আটক চারজন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছেন সেনাবাহিনীর উত্তরা সেনা ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে মাদকসহ আটক ব্যক্তিরা হলেন, প্রদীপ চন্দ্র বর্মণ (৩৯) ও মিরাজ (৪২)। তা ছাড়া দেশীয় অস্ত্রসহ আটক দুজন হলেনন কিফায়াত উল্লাহ আপন (২৪) ও শামীম (২৩)। সেনাবাহিনীর উত্তরার অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘণ্টার অভিযানে ১৮৬টি ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, গাঁজা, নেশা জাতীয় পাউডার, দেশীয় মদ, দেশীয় অস্ত্র, দুটি ফয়েল রোল, ১৭টি মোবাইল ফোন সেট, পাঁচটি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক ও ৪১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার দুপুরে সেনা সদস্যরা চারজনকে হস্তান্তর করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সংবিধানের অস্তিত্ব নেই, প্রোক্লেমেশন না হলে বিপদ: বিচারপতি আব্দুর রহমান

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত