Ajker Patrika

টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম সাকিব বিন সম্রাট (২৮)। তিনি বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সম্রাট বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় তিনি বাসার ছাদে ওঠেন। ছাদে ওঠার কিছুক্ষণ পর বাড়ির একপাশে তাঁর ডাক চিৎকার শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বাবা সালাহ উদ্দিন সরকার বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে কেউই ছিলাম না। খবর পেয়ে ছুটে আসি। লাশ নিয়ে টঙ্গীর বাড়িতে ফিরছি।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত