টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বন্ধ করে দেওয়া আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকার তিতাস কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি।
সংগঠনটির টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক মা. আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই বন্ধ আবাসিক গ্যাস সংযোগ শিগগির চালু হোক। গ্রাহক ও এ সেক্টরের কর্মজীবী মানুষের কল্যাণে আবাসিক গ্যাস সংযোগ চালু করা জরুরি। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
টঙ্গী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণ করা হলে আবাসিক সংযোগের গ্যাস দেওয়া সহজ হবে। এতে গ্যাসের স্বল্পতা দেখা দেবে না। অসংখ্য গ্রাহক সংযোগের জন্য সরকারি কোষাগারে অর্থ দিয়ে বছরের পর বছর অপেক্ষায় আছেন। টঙ্গীর বহুতল ভবনগুলো গ্যাসের অভাবে উপর্যুক্ত টাকায় ভাড়া হচ্ছে না।
অবৈধ গ্যাস ব্যবহার প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, গ্যাস ঠিকই ব্যবহার হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য কিছু অসাধু ব্যক্তি গ্যাস বিলের টাকার হিসাব করে অবৈধ লেনদেন করে পকেট ভারী করছেন। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় বন্ধ সংযোগ চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনটির সদস্য সাইফুল ইসলাম, রবিন হোসেন, লোকমান হোসেন, মো. জাহিদ প্রমুখ।
গাজীপুরের টঙ্গীতে বন্ধ করে দেওয়া আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকার তিতাস কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি।
সংগঠনটির টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক মা. আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই বন্ধ আবাসিক গ্যাস সংযোগ শিগগির চালু হোক। গ্রাহক ও এ সেক্টরের কর্মজীবী মানুষের কল্যাণে আবাসিক গ্যাস সংযোগ চালু করা জরুরি। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
টঙ্গী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণ করা হলে আবাসিক সংযোগের গ্যাস দেওয়া সহজ হবে। এতে গ্যাসের স্বল্পতা দেখা দেবে না। অসংখ্য গ্রাহক সংযোগের জন্য সরকারি কোষাগারে অর্থ দিয়ে বছরের পর বছর অপেক্ষায় আছেন। টঙ্গীর বহুতল ভবনগুলো গ্যাসের অভাবে উপর্যুক্ত টাকায় ভাড়া হচ্ছে না।
অবৈধ গ্যাস ব্যবহার প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, গ্যাস ঠিকই ব্যবহার হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য কিছু অসাধু ব্যক্তি গ্যাস বিলের টাকার হিসাব করে অবৈধ লেনদেন করে পকেট ভারী করছেন। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় বন্ধ সংযোগ চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনটির সদস্য সাইফুল ইসলাম, রবিন হোসেন, লোকমান হোসেন, মো. জাহিদ প্রমুখ।
সরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
১ few সেকেন্ড আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১০ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে