প্রতিষ্ঠাবার্ষিকীতে সাড়ে ১১ লাখ ব্যাগ রক্ত বিনা মূল্যে সরবরাহ করল বাঁধন

ঢাবি প্রতিনিধি
Thumbnail image
বাঁধনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক র‍্যালি বের করেন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের পরিচালিত দেশের অন্যতম বড় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এই সময়ে সারা দেশে সাড়ে ১১ লাখ ব্যাগ রক্ত বিনা মূল্যে সরবরাহ করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে কেক কেটে ও বেলুন উড়িয়ে উদ্যাপন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় র‍্যালি করেন সংগঠনটির কর্মীরা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, বাঁধন এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। একটা প্রতিষ্ঠান ২৭ বছর ধরে মানুষের সেবা করতে পারার চেষ্টা অব্যাহত রাখা এটি যেকোনো বিবেচনায় একটি বড় মাপের সাফল্য। আধ্যাত্মিক এবং বাস্তবিক দুদিক বিবেচনাতেই এ ধরনের একটি মানবসেবামূলক সংগঠন গড়ে তোলা এবং তার কার্য অব্যাহত রাখা সমাজের জন্য একটি ভালো উদাহরণ।

তিনি বলেন, ‘বাঁধন এর সব জোন এবং কেন্দ্রকে অভিবাদন জানাই। বাঁধনকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ বলে মনে করে। বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যেকোনো রকম সহযোগিতা পাবে আমাদের সীমিত সম্পদের মধ্যে।’

বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকীব আহমেদ বলেন, ‘বাঁধন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সঙ্গে ২৭ বছর যারা জড়িত ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তাদের সবার প্রচেষ্টা ও সহযোগিতায় সংগঠনটি সারা দেশে স্বেচ্ছায় রক্তদানের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে।’

সংগঠনটির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’। বাঁধন এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধন কর্মীসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা।

জানা গেছে, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল থেকে যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। ২৭ বছরে সারা দেশে প্রায় সাড়ে ১১ লাখ ব্যাগ রক্ত বিনা মূল্যে সরবরাহ করেছে সংগঠনটির কর্মীরা। এ ছাড়া বিনা মূল্যে ২৪ লাখ ৩৬ হাজার মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছে। বর্তমানে দেশের ৫৪টি জেলার ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪২টি ইউনিট, ১২টি জোন ও ৬টি পরিবারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, স্বেচ্ছায় রক্তদান, অন্যান্য সেবা ও সচেতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে বাঁধন। রক্ত দানের পাশাপাশি এ বছর বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুরসহ সাতক্ষীরা এরিয়াতে ৭ হাজার ৫০০ এর বেশি পরিবার এর মধ্যে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত