Ajker Patrika

গলায় রশি প্যাঁচানো ইডেন কলেজছাত্রীর লাশ, মোবাইল ফোনে চলছিল লাইভ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বীথি (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন।

আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকেলে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহ উদ্ধার করা হয়। এ সময় তিনি গলায় রশি প্যাঁচানো অবস্থায় ফ্লোরে পড়েছিলেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, মেয়েটি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর রুম থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বীথির মামা আব্দুল মালেক জানান, বীথি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। তিনি ছোট থাকতেই তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তাঁর খালা নাসিমা বেগমের বাসায় থাকতেন। সেখানে থেকে পড়াশোনা করতেন। বীথি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

আব্দুল মালেক আরও জানান, দুপুরে বীথি দরজা বন্ধ করে তাঁর ঘরে ছিলেন। তবে অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা দেখতে পান দরজার ওপরে গ্রিলের সঙ্গে রশি ঝুলছেন। সঙ্গে সঙ্গে রশি কেটে দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে বীথিকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। জানতে পেরেছেন একটি ছেলের সঙ্গে বীথির প্রেমের সম্পর্ক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত