ঢামেক প্রতিবেদক
রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বীথি (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকেলে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহ উদ্ধার করা হয়। এ সময় তিনি গলায় রশি প্যাঁচানো অবস্থায় ফ্লোরে পড়েছিলেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, মেয়েটি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর রুম থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বীথির মামা আব্দুল মালেক জানান, বীথি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। তিনি ছোট থাকতেই তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তাঁর খালা নাসিমা বেগমের বাসায় থাকতেন। সেখানে থেকে পড়াশোনা করতেন। বীথি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
আব্দুল মালেক আরও জানান, দুপুরে বীথি দরজা বন্ধ করে তাঁর ঘরে ছিলেন। তবে অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা দেখতে পান দরজার ওপরে গ্রিলের সঙ্গে রশি ঝুলছেন। সঙ্গে সঙ্গে রশি কেটে দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে বীথিকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। জানতে পেরেছেন একটি ছেলের সঙ্গে বীথির প্রেমের সম্পর্ক ছিল।
রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বীথি (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকেলে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহ উদ্ধার করা হয়। এ সময় তিনি গলায় রশি প্যাঁচানো অবস্থায় ফ্লোরে পড়েছিলেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, মেয়েটি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর রুম থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বীথির মামা আব্দুল মালেক জানান, বীথি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। তিনি ছোট থাকতেই তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তাঁর খালা নাসিমা বেগমের বাসায় থাকতেন। সেখানে থেকে পড়াশোনা করতেন। বীথি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
আব্দুল মালেক আরও জানান, দুপুরে বীথি দরজা বন্ধ করে তাঁর ঘরে ছিলেন। তবে অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা দেখতে পান দরজার ওপরে গ্রিলের সঙ্গে রশি ঝুলছেন। সঙ্গে সঙ্গে রশি কেটে দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে বীথিকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। জানতে পেরেছেন একটি ছেলের সঙ্গে বীথির প্রেমের সম্পর্ক ছিল।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৪ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৫ মিনিট আগে