Ajker Patrika

প্রযোজক সারওয়ার জাহানের মামলায় স্ত্রী রুকাইয়া কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২৩: ০৩
প্রযোজক সারওয়ার জাহানের মামলায় স্ত্রী রুকাইয়া কারাগারে

পরকীয়া ও পাসপোর্টে নাম জালিয়াতি করে সন্তানকে বিদেশে নেওয়ার চেষ্টার অভিযোগে টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মের আলোচিত প্রযোজক সারওয়ার জাহানের মামলায় তার স্ত্রী রুকাইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

গতকাল রোববার রুকাইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে হাজির করার পর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২১ অক্টোবর সারওয়ার জাহান বাদী হয়ে মামলা করেন। গত ২৩ অক্টোবর বাদী সারওয়ার জাহানের স্ত্রী রুকাইয়া এবং আনোয়ারুল কবির নামে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত।

মামলায় বলা হয়, রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে ২০১২ সালে সারওয়ারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান। এই অবস্থায় আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রুকাইয়া। ছয় বছর ধরে দুইজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি সারওয়ার সেটা জেনে আলাদা হয়ে যান। এমতাবস্থায় বড় সন্তান আহিল সারওয়ারের নাম জাল করার চেষ্টা করেন স্ত্রী। বাবার নামের স্থলে পরকীয়া প্রেমিক কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন রুকাইয়া।

দীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটি ভয়ংকর অপরাধ বলেছেন বাদীর স্ত্রী। আদালত তাই জামিন নামঞ্জুর করেছেন।

এখন পর্যন্ত বেশ কিছু ওটিটি কন্টেন্ট ও নাটক প্রযোজনা করেছেন সারওয়ার জাহান। নাটকের মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহর ‘জীবন’ উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত