সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নারীর ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে এক চিরকুট। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দশপাইপ এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত পুরুষটির পরিচয় জানা গেলেও নারীর পরিচয় এখনো জানা যায়নি। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। অন্যদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিজমিজি ডাম্পিং-সংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। তাই স্থানটি সব সময় জমজমাট থাকে। অস্থায়ী এই পার্ক এরিয়ায় স্থায়ী ও ভাসমান বিভিন্ন রেস্টুরেন্টসহ প্রায় দেড় শ দোকান রয়েছে। আজ ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলা করার সময়ে তাদের দৃষ্টি পড়ে বালুর মাঠে পড়ে থাকা মরদেহ দুটির দিকে। পরে তারা পুলিশকে ফোন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে নারী-পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ফিংগার প্রিন্টের মাধ্যমে পুরুষের পরিচয় জানা গেছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, “আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন”। মরদেহের পাশের একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তাদের মুখ থেকে বিশের গন্ধ পাওয়া গেছে। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নারীর ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে এক চিরকুট। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দশপাইপ এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত পুরুষটির পরিচয় জানা গেলেও নারীর পরিচয় এখনো জানা যায়নি। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। অন্যদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিজমিজি ডাম্পিং-সংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। তাই স্থানটি সব সময় জমজমাট থাকে। অস্থায়ী এই পার্ক এরিয়ায় স্থায়ী ও ভাসমান বিভিন্ন রেস্টুরেন্টসহ প্রায় দেড় শ দোকান রয়েছে। আজ ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলা করার সময়ে তাদের দৃষ্টি পড়ে বালুর মাঠে পড়ে থাকা মরদেহ দুটির দিকে। পরে তারা পুলিশকে ফোন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে নারী-পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ফিংগার প্রিন্টের মাধ্যমে পুরুষের পরিচয় জানা গেছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, “আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন”। মরদেহের পাশের একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তাদের মুখ থেকে বিশের গন্ধ পাওয়া গেছে। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে