Ajker Patrika

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় বিআরটি প্রকল্পের শ্রমিক নিহত 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৪: ৩৭
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় বিআরটি প্রকল্পের শ্রমিক নিহত 

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বিআরটি প্রকল্পের কাজ করার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। পরে কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শ্রমিকের নাম লাভলু (৩১)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার পর লাভলু বিআরটি প্রকল্পের শ্রমিকেো নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় চন্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান লাভলুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। কাভার্ড ভ্যানটি দ্রুত ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক পুলিশ এবং গাছা থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

জিএমপি বাসন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর বাসন থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়ার সময় চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। লাশ আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার চালকের নাম নাজমুল (৩২)। তিনি শেরপুর জেলা সদরের মুন্সির চর এলাকার আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত শ্রমিকের স্ত্রী রিক্তা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ধসে পড়ল ইরাবতী নদীতে নির্মিত ব্রিটিশ আমলের সেতু

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত