নিখোঁজের ৪ দিন পর শালবন থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ১৪
Thumbnail image

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ শালবন থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পেংগাবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত শিশুর নাম আল আরাফাত (১২)। সে কালিয়াকৈর উপজেলার পেংগাবহ গ্রামের মো. আকাশ মিয়ার ছেলে। আরাফাত কাঁচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্বজনেরা জানান, গত শনিবার সকাল ১০টার দিকে আরাফাত খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পরদিন গত রোববার আরাফাতের বাবা কালিয়াকৈর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বিকেলে পেংগাবহ গ্রামের শালবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি নাসিম বলেন, ‘নিখোঁজ হওয়ার চার দিন পর শিশু আরাফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত