গজারি বনের গভীরে লুঙ্গি-পাঞ্জাবিতে ঢাকা খুলি ও হাড়গোড়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫: ৪৪
Thumbnail image

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতরে গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে। 

শ্রীপুর থানার পুলিশ বলছে, খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি। 

আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতরে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।’ 

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে একজন নারী বনের ভেতরে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর সঙ্গে সঙ্গে থানার পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, ‘এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, এটা বোঝা যাচ্ছে না।’ 

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মাথার খুলি ও হাড়গোড়। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো নারী নাকি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয়, সেটাও এখনই বলা যাচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল-কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়েছে। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত