গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার মদনে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
৩ ঘণ্টা আগেইফতারে নওগাঁবাসীর সবচেয়ে প্রিয় অনুষঙ্গ টক দইয়ের মাঠা বা ঘোল। স্থানীয়দের কাছে ‘পাতলা দই’ নামে পরিচিত। রমজান এলেই চাহিদা তুঙ্গে থাকে এ পাতলা দইয়ের। সারা দিন রোজা রেখে দিন শেষে এক গ্লাস পাতলা দই তৃষ্ণার্ত রোজাদারদের মনে প্রশান্তি এনে দেয়।
৩ ঘণ্টা আগে