Ajker Patrika

হাওরে লিওনেল মেসির ভাস্কর্য

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হাওরে লিওনেল মেসির ভাস্কর্য

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। সারা বিশ্বের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনা কাঁপছে বাংলাদেশও। প্রিয় দল ও প্রিয় তারকার নাম সংবলিত জার্সি, গরু জবাই করে ভূরিভোজ, স্ত্রী গয়না ও জমি বেচে পতাকা তৈরি, মিছিল ও ঝগড়াসহ নানা আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ফুটবল প্রেমীদের। তবে সবকিছু ছাড়িয়ে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ভাস্কর্য বানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সজিব কুমার দাস। 

মেসি’র ভাস্কর্য বানিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামের স্টুডিও মালিক সজিব। বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিজয়ী হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ৩০ হাজার টাকা খরচ করে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ করেন সজিব। ভাস্কর্য নির্মাণের পর মেসি ভক্তদের ভিড় জমে মসজিদজাম এলাকায়। 

সজিব প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ৬০ হাজার টাকা খরচ করে বড়পর্দা কিনেছেন। তৈরি করেছেন প্যান্ডেলও। যেখানে কয়েকশ মানুষ বসে খেলা দেখতে পারবেন। 

আজ রোববার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মসজিদজাম এলাকায় গিয়ে দেখা, সড়কের ফুটপাতে দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে ফুটবল তারকা লিওনেল মেসি। পাশেই ভক্তদের ভিড়। আর শিরোপা নিয়ে নানা রকম আলোচনা। মেসি ভক্তদের উল্লাস বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। চলতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে ভাস্কর্যের সঙ্গে ছবিও তোলেন ইউএনও। এ সময় একক ও দল বেঁধে ছবি তুলতে দেখা যায় মেসি ভক্তদের। 

এ বিসয়ে মালিক সজিব কুমার দাস বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে আমি প্যান্ডেলে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। মেসির ভাস্কর্যও বানিয়েছি। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এতে আমি খুশি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত