Ajker Patrika

আমের আঁটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১৭: ০১
আমের আঁটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে এসন খান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত এসন খান দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। 

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ছয় বছর যাবৎ বাড়িতেই থাকতেন এসন খান। তিনি কোনো কাজ করতে পারতেন না। তাঁর স্ত্রী ময়না বেগম (৫০) মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। 

মৃতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। আজ দুপুরে আমার শাশুড়ি তাঁকে আম খেতে দেয়। আম খাওয়ার সময় আমের আঁটি তাঁর গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’ 

মৃতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খোকা আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়। এখন থেকে আমার খোকা আর কোনোদিন আম খেতে চাইবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত