নারায়ণগঞ্জে কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০: ৩৯
আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলার আসামি। গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

আজ সোমবার বিকেলে আব্দুল আউয়ালের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, আব্দুল আউয়াল গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপরে হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করলে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত রোববার উচ্চ আদালত থেকে দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। বিষয়টি জেলে গিয়ে তাঁকে জানিয়ে আসা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত