নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নগরীর মানুষ ছুটছে বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনে। কিন্তু এসব পরিবহনের টিকিট পেতেই ঈদের আনন্দ অর্ধেক ম্লান হয়ে যাচ্ছে যাত্রীদের। বাস, লঞ্চ, ট্রেন এমনকি প্লেনের টিকিটও বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। এমন পরিস্থিতিতে ট্রেনই হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা। কিন্তু অনলাইনে ছাড়ার ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে রেলের টিকিট। রাতভর স্টেশনে অপেক্ষা করেও সকালে টিকিট বিক্রির শুরুতেই শুনতে হচ্ছে ‘টিকিট শেষ’।
এই অসম্ভবের শেকড় খুঁজতে গিয়ে দেখা গেছে, ‘সরষের মধ্যেই ভূত’। রেলের টিকিট কালোবাজারি চক্রের আসল ‘ভূত’ এর সন্ধান পেয়েছে র্যাব। রেলের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ ছাড়াও তাঁর কালোবাজারি টিকিট বিক্রির সহযোগী মো. এমরানুল আলম সম্রাট (২৮) নামে আরেকজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। বুধবার রাতে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। আটকের সময় তাদের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিপুল পরিমাণ রেলওয়ে ই-টিকিট জব্দ করা হয়েছে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত ও তথ্য উদ্ঘাটনের জন্য কমলাপুর স্টেশনের ২য় তলায় সার্ভার রুম থেকে সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি রেলওয়ে টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন। কিন্তু একপর্যায়ে তাঁর পরস্পর বিরোধী বক্তব্যে সন্দেহ হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে টিকিট কালোবাজারির সঙ্গে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়।
রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, তিনি বিগত ৬ বছর ধরে রেলওয়ে টিকেটিং এর সঙ্গে জড়িত। সহজ ডট কমের আগে সিএসএন ডট বিডি নামে একটি প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘তিনি প্রতিবছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ২ থেকে ৩ হাজার রেলওয়ে টিকিট অবৈধ উপায়ে সরিয়ে নিতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় ১০-১২ লাখ টাকার মত অবৈধভাবে আয় করতেন। তাঁর বেশ কয়েকজন সেলসম্যান রয়েছে, যারা বিভিন্ন রেলস্টেশনে এই কালোবাজারি টিকিট বিক্রির সঙ্গে জড়িত।’
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, ‘অভিযুক্ত মো. রেজাউল করিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্যক্তিগত পরিচিতদের কাছে টিকিট প্রতি প্রায় ৫০০ টাকার মত অতিরিক্ত দামে বিক্রি করেন। কালোবাজারি টিকিট বিক্রেতার মাধ্যমে বিক্রির ক্ষেত্রে ১০০০ থেকে ১ হাজার ৫০০ টাকা অতিরিক্ত অর্থ আদায় করা হয়। তিনি দাবি করেছেন রেলওয়েতে বিভিন্ন ‘ভিআইপিদের টিকিট’ এর ‘আবদার মেটানো’র কারণে তিনি নির্বিঘ্নে এই কাজ করে আসছিলেন।
অভিযুক্ত রেজাউল করিম নিজস্ব পরিচিত লোকজন এবং সংশ্লিষ্ট পরিচিতজনদের মাধ্যমে অবৈধ উপায়ে টিকিট প্রত্যাশীদের একটি বড় ক্রেতা শ্রেণি গড়ে তুলেছেন জানিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘তাঁর নিজস্ব বেশ কিছু কালোবাজারি টিকিট বিক্রেতা আছে। রেলওয়ে ই-টিকেটিং সিস্টেম ইঞ্জিনিয়ার হওয়ার সুবিধা নিয়ে তিনি ই-টিকেটিং সার্ভার থেকে অবৈধ উপায়ে টিকিট বুক ও কিনে রাখতেন। তিনি খুব ভালো প্রযুক্তিজ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিতে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংক্রান্ত যোগাযোগ করে আসছিলেন। একই সঙ্গে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্স সার্ভিস এর বদলে তিনি মূলত নগদ অর্থের মাধ্যমে লেনদেন করতেন।’
অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নগরীর মানুষ ছুটছে বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনে। কিন্তু এসব পরিবহনের টিকিট পেতেই ঈদের আনন্দ অর্ধেক ম্লান হয়ে যাচ্ছে যাত্রীদের। বাস, লঞ্চ, ট্রেন এমনকি প্লেনের টিকিটও বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। এমন পরিস্থিতিতে ট্রেনই হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা। কিন্তু অনলাইনে ছাড়ার ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে রেলের টিকিট। রাতভর স্টেশনে অপেক্ষা করেও সকালে টিকিট বিক্রির শুরুতেই শুনতে হচ্ছে ‘টিকিট শেষ’।
এই অসম্ভবের শেকড় খুঁজতে গিয়ে দেখা গেছে, ‘সরষের মধ্যেই ভূত’। রেলের টিকিট কালোবাজারি চক্রের আসল ‘ভূত’ এর সন্ধান পেয়েছে র্যাব। রেলের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ ছাড়াও তাঁর কালোবাজারি টিকিট বিক্রির সহযোগী মো. এমরানুল আলম সম্রাট (২৮) নামে আরেকজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। বুধবার রাতে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। আটকের সময় তাদের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিপুল পরিমাণ রেলওয়ে ই-টিকিট জব্দ করা হয়েছে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত ও তথ্য উদ্ঘাটনের জন্য কমলাপুর স্টেশনের ২য় তলায় সার্ভার রুম থেকে সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি রেলওয়ে টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন। কিন্তু একপর্যায়ে তাঁর পরস্পর বিরোধী বক্তব্যে সন্দেহ হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে টিকিট কালোবাজারির সঙ্গে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়।
রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, তিনি বিগত ৬ বছর ধরে রেলওয়ে টিকেটিং এর সঙ্গে জড়িত। সহজ ডট কমের আগে সিএসএন ডট বিডি নামে একটি প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘তিনি প্রতিবছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ২ থেকে ৩ হাজার রেলওয়ে টিকিট অবৈধ উপায়ে সরিয়ে নিতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় ১০-১২ লাখ টাকার মত অবৈধভাবে আয় করতেন। তাঁর বেশ কয়েকজন সেলসম্যান রয়েছে, যারা বিভিন্ন রেলস্টেশনে এই কালোবাজারি টিকিট বিক্রির সঙ্গে জড়িত।’
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, ‘অভিযুক্ত মো. রেজাউল করিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্যক্তিগত পরিচিতদের কাছে টিকিট প্রতি প্রায় ৫০০ টাকার মত অতিরিক্ত দামে বিক্রি করেন। কালোবাজারি টিকিট বিক্রেতার মাধ্যমে বিক্রির ক্ষেত্রে ১০০০ থেকে ১ হাজার ৫০০ টাকা অতিরিক্ত অর্থ আদায় করা হয়। তিনি দাবি করেছেন রেলওয়েতে বিভিন্ন ‘ভিআইপিদের টিকিট’ এর ‘আবদার মেটানো’র কারণে তিনি নির্বিঘ্নে এই কাজ করে আসছিলেন।
অভিযুক্ত রেজাউল করিম নিজস্ব পরিচিত লোকজন এবং সংশ্লিষ্ট পরিচিতজনদের মাধ্যমে অবৈধ উপায়ে টিকিট প্রত্যাশীদের একটি বড় ক্রেতা শ্রেণি গড়ে তুলেছেন জানিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘তাঁর নিজস্ব বেশ কিছু কালোবাজারি টিকিট বিক্রেতা আছে। রেলওয়ে ই-টিকেটিং সিস্টেম ইঞ্জিনিয়ার হওয়ার সুবিধা নিয়ে তিনি ই-টিকেটিং সার্ভার থেকে অবৈধ উপায়ে টিকিট বুক ও কিনে রাখতেন। তিনি খুব ভালো প্রযুক্তিজ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিতে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংক্রান্ত যোগাযোগ করে আসছিলেন। একই সঙ্গে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্স সার্ভিস এর বদলে তিনি মূলত নগদ অর্থের মাধ্যমে লেনদেন করতেন।’
অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৯ ঘণ্টা আগে