৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৯)। আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাঁকে তল্লাশি করে ৩০০টি ইয়াবা জব্দ করেন।

সাইফুল ইসলামের (৫৯) বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার আদলবিটি গ্রামে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিউটি পোশাক (ইউনিফর্ম) পরিহিত অবস্থায় কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় তাঁর চলার ভঙ্গি দেখে প্রধান ফটকে দায়িত্বরত কারারক্ষীদের সন্দেহ হয়। পরে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাঁকে তল্লাশি করেন।

তল্লাশি করে তাঁর ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে কারারক্ষীরা তাঁকে আটক করে বিষয়টি কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানা–পুলিশকে জানালে তাঁরা গিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে ও ইয়াবা জব্দ করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রধান ফটকে তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি (সাইফুল ইসলাম) কারারক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলেও তিনি ধরা পড়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত