শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলমান অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, ১টি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, টিভি ফ্রিজের দোকান ও মুদি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকান পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কি করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি, ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চৌকিদার বলেন, মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে ছাই হয়ে গেছে। এখন কাস্টমারকে কি জবাব দেব?
বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বালতির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের উত্তাপ এত বেশি ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ শুরু করা হয়েছে।’
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলমান অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, ১টি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, টিভি ফ্রিজের দোকান ও মুদি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকান পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কি করব বুঝতে পারছি না।’
ক্ষতিগ্রস্ত টিভি, ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চৌকিদার বলেন, মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে ছাই হয়ে গেছে। এখন কাস্টমারকে কি জবাব দেব?
বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বালতির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের উত্তাপ এত বেশি ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ শুরু করা হয়েছে।’
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১ সেকেন্ড আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগে