জাজিরায় অগ্নিকাণ্ডে স্কুলসহ ৮টি দোকান পুড়ে ছাই 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ৪২

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলমান অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাওডোবা বাজারের আজিজুল হকের মিষ্টির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোর পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাজিরা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জাজিরা থানা-পুলিশ ও জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ভেতরে থাকা আমজাদিয়া কিন্ডারগার্টেন স্কুল, ১টি মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, টিভি ফ্রিজের দোকান ও মুদি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানের আশপাশে থাকা আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘ভোর রাতের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আগুনে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র উপার্জনের মিষ্টির দোকান পুড়ে যাওয়ায় আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে কি করব বুঝতে পারছি না।’ 

অগ্নিকাণ্ডে স্কুলসহ ৮টি দোকান পুড়ে ছাইক্ষতিগ্রস্ত টিভি, ফ্রিজ মেরামতের দোকানের মালিক নাসির চৌকিদার বলেন, মেরামতের জন্য থাকা অনেক মানুষের ফ্রিজ, টিভি পুড়ে ছাই হয়ে গেছে। এখন কাস্টমারকে কি জবাব দেব?

বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বালতির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের উত্তাপ এত বেশি ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’ 
 
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘নাওডোবা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। জাজিরা ক্যান্টনমেন্টের সেনা সদস্য ও জাজিরা থানা-পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারে থাকা আজিজুল হকের মিষ্টির দোকানের রান্নার চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ শুরু করা হয়েছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত