Ajker Patrika

গাজীপুরে দগ্ধ ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০০: ০৬
গাজীপুরে দগ্ধ ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আট থেকে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তাদের প্রত্যেকের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। 

আজ বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে এসে মন্ত্রী এ তথ্য জানান 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বাচ্চা আছে ৭ টি। ভর্তি হওয়া রোগীরা সবাই আশঙ্কাজনক । তাদের সবার শ্বাসনালি বার্ন আছে। ভর্তি রোগীদের পাঁচজন আইসিইউতে এবং চারজন এইচডিওতে চিকিৎসাধীন। 

 এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত