চুরি যাওয়া ২৬ দিন বয়সী নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ২৯
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৬: ০৬

রাজধানীর কাফরুল এলাকার ইব্রাহীমপুরের একটি বাসা থেকে গত ২০ ডিসেম্বর ২৬ দিন বয়সী নবজাতক চুরি হয়। ১১ দিন পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মিরপুর এলাকা থেকে এই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। 

রোববার ডিএমপির গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ২৬ দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে। বাচ্চা চুরি যাওয়ার দুই দিন পর ২২ ডিসেম্বর ঢাকার কাফরুল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি নবজাতক চুরির মামলা হয়। এই মামলার সূত্র ধরে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। 

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মিরপুর বিভাগ শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরি যাওয়া নবজাতকের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল ঢাকার মিরপুর এলাকা থেকে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ডিএমপির মিরপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত