Ajker Patrika

রায়পুরায় জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ 

নরসিংদী প্রতিনিধি
রায়পুরায় জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ 

নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)। 

নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা। 

মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত