Ajker Patrika

ময়নাতদন্তে জানা যায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার স্বামী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ময়নাতদন্তে জানা যায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার স্বামী 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মহিতুন বেগমের (৪৫) মরদেহ উদ্ধারের এক মাস পর স্বামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গত ১৬ জুলাই ঘরের সিলিংয়ে সঙ্গে গৃহবধূর মরদেহ ঝুলিয়ে দাবি করা হয় তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবার ও পুলিশের সন্দেহের মুখে ময়নাতদন্তের প্রতিবেদনে বেড়িয়ে আসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

এদিকে ঘটনার ১ মাস পর গতকাল শনিবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ মহিতুন বেগমের স্বামী আব্দুর রবকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার। 

ওসি) আজিজুল হক হাওলাদার নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুহিতুনের সঙ্গে আব্দুর রবের ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত ১৬ জুলাই রাত ১০টার দিকে তাঁরা ঘুমোতে যায়। রাতে মহিতুন বেগমের মরদেহ ওড়না দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝোলানো হয়। সকাল ৭টার দিকে আব্দুর রব প্রতিবেশীদের ডাকাডাকি করে মহিতুন বেগম আত্মহত্যা করেছেন বলে দাবি করেন। পরে এই ঘটনায় অপমৃত্যুর একটা মামলা দায়ের করা হয়। 

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলের কর্মকর্তা ডাক্তার শেখ ফরহাদ তদন্ত প্রতিবেদন উল্লেখ করে বলেন, ‘গৃহবধূ মহিতুনের মৃত্যু শ্বাসরোধের ফলে অ্যাসপিক্সিয়ার কারণে হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত